নির্বাচন কমিশনে গিয়ে শোকজের জবাব দিয়েছেন ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী আমির হোসেন আমু। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বর্তমান সংসদ সদস্য আমু বিকাল ৩টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবেশ করেন। কমিশনে তিনি প্রায় আধা ঘণ্টা ছিলেন।
তবে এ বিষয়ে আমির হোসেন আমু সাংবাদিকদের সঙ্গে কোনও মন্তব্য করতে রাজি হননি। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশনকে তিনি কী বলেছেন জানতে চাইলে বলেন ‘নো কমেন্টস’।
অবশ্য আমুর আইনজীবী অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাওছার সাংবাদিকদের বলেন, তার মক্কেলের বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা ছিল।