বক্তব্যের একটি অংশ ‘পঠিত বলে গণ্য’ চাইলেন শেখ হাসিনা

আওয়ামী ২২তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে আওয়ামী লীগ গঠনের ইতিহাসের অংশবিশেষ তুলে ধরেন তিনি। এসময় শেখ হাসিনা বলেন, ‘আমার একটি লিখিত বক্তব্য আছে। সেখানে আওয়ামী লীগের পুরো ইতিহাসটা চমৎকারভাবে তুলে ধরা আছে। যেহেতু সময় অনেক কমে গেছে, সেই ইতিহাস আমার লিখিত বক্তৃতা থেকে জেনে নেবেন। আমি আর সেটা পড়তে যাচ্ছি না। এটা পঠিত বলে গণ্য হলে আমি খুশি হবো।’

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতারা

এ সময়ে শেখ হাসিনা হেসে সম্মেলন অতিথি হিসেবে উপস্থিত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে হাত দিয়ে দেখিয়ে বলে উঠেন, ‘মাননীয় স্পিকার আছেন’। এ সময় অন্যরাও হেসে ফেলেন।

পরে শেখ হাসিনা বলেন, ‘আমি আমার উপলদ্ধি থেকে দু’চারটি কথা বলে যাবো। বর্তমান বিষয় নিয়ে কথা বলবো।’

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতারা

উল্লেখ্য, জাতীয় সংসদে সাধারণত কোনও বক্তব্য বড় হলে স্পিকারের কাছে সেটা পঠিত বলে গণ্য করতে অনুরোধ করা হয়। স্পিকার সেগুলো পঠিত বলে গণ্য করেন। ওই বক্তব্য সংসদের কার্যবিবরণীর অংশ হিসেবে গণ্য হয়।