সব জেলা-উপজেলায় দলীয় কার্যালয় স্থাপনের তাগিদ আ.লীগ সভাপতির

দেশের সব জেলা-উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় স্থাপনের ওপর  গুরুত্বারোপ করেছেন দলের সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, স্থানীয় আওয়ামী লীগ ইউনিট যদি তাদের অফিস স্থাপন করতে না পারে তাহলে তাদের সাহায্য করবে কেন্দ্রীয় আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেন, প্রত্যেক জেলা ও উপজেলায় একটি কার্যালয় থাকা দলের জন্য প্রয়োজন।

দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় রবিবার (২৫ ডিসেম্বর) গণভবনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে যান দলীয় নেতাকর্মীরা। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ সভাপতি এই কথা বলেন।

তিনি বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। অনলাইনের মাধ্যমে পুরো দেশের সঙ্গে যোগাযোগের সুযোগ আমাদের রয়েছে। তাহলে এক্ষেত্রে কেন আওয়ামী লীগ পিছিয়ে থাকবে।

তিনি আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে যোগাযোগ সহজ করে তুলতে আমি একটি প্রাতিষ্ঠানিক পদ্ধতি গড়ে তুলতে চাই।

শেখ হাসিনা দলকে শক্তিশালী করতে নতুন সদস্য নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা আটটি বিভাগে আটটি নতুন দল গঠন করবো। তারা নতুন সদস্য নিয়োগের বিষয়টি দেখভাল করবে।

নতুন সদস্য সংগ্রহের ওপর জোর দিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমরা কিন্তু বই ছাপিয়ে দিয়েছি সদস্য সংগ্রহ করার। এই কাজটা আমাদের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত সবাইকে সম্পন্ন করতে হবে এবং মুড়ি বইগুলো ফেরত দিতে হবে।’

বিভিন্ন ইউনিটের সম্মেলনগুলো যথাসময়ে করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘সম্মেলনটা আপনারা যথাযথ সময় করবেন। আমরা আবার নতুনভাবে টিম করে দেবো। একটা বিভাগে বিভাগীয় যে টিম আমরা করে দেবো তাদের ওপর দায়িত্ব থাকবে প্রত্যেকটা জায়গায় সদস্য সংগ্রহ হলো কিনা। অনেকগুলো এখনও বাদ রয়ে গেছে, একটাও যেন বাদ না থাকে।’

নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে টানা দশমবারের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘দোয়া করবেন। আপনারা নির্বাচিত করেছেন আবার। এই এতবার আমার মনে হয় একটা পার্টির দায়িত্বে থাকা ঠিক না। এরপরও এখন যেহেতু সারা বিশ্বব্যাপী একটা দুঃসময়...। বিশ্বব্যাপী দুঃসময়ের জন্যই আমি হয়তো মানা করিনি। কিন্তু আমার বয়স হয়েছে এটা মনে রাখতে হবে। সংগঠনটা যেন ঠিক থাকে, চলতে থাকে সেই ব্যবস্থাটা করতে হবে।’