গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৪ দলের মানববন্ধন

১৪ দলের মানববন্ধনরাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের মানববন্ধন চলছে। আজ সোমবার বিকেল ৪টায় এ মানববন্ধন কর্মসূচি শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও পাকিস্তান মিলিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ তুলে ক্ষমতাসীন জোট এ মানববন্ধন করছে।
১৪ দলের নেতা কর্মীরা ১৪টি গ্রুপে বিভক্ত হয়ে গাবতলী থেকে যাত্রবাড়ী পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার রাস্তায় মানববন্ধন করছেন।
এর আগে কেন্দ্রীয় ১৪ দলের দফতর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গাবতলী, শ্যামলী, আসাদ গেট, ২৭ নম্বর রোড, রাসেল স্কয়ার, গ্রিন রোড, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান পার্ক, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে।
১৪ দলীয় জোটের মুখপাত্র, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এক বিবৃতিতে ১৪ দলীয় জোটের নেতা-কর্মীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সব অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, পেশাজীবী, সংস্কৃতিসেবী, শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণকে মানববন্ধনে যোগ দেওয়ার আহ্বান জানান।
ছবি: নাসিরুল ইসলাম 

/ইএইচএস/এসএম/এজে/