খুলনা জেলা যুবলীগের সভাপতি হয়েছেন চৌধুরী মো. রায়হান ফরিদ আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান সোহাগ। এর আগে খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ আর সাধারণ সম্পাদক হিসেবে শেখ শাহজালাল হোসেন সুজনের নাম ঘোষণা করা হয়।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মহিদুল হোসেন খান নিখিলের সই করা আলাদা দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক উক্ত কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ গঠন করে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।
আরেক বিজ্ঞপ্তিতে, খুলনা মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মাধ্যমে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক উক্ত কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে ১৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।