সাধারণ মানুষের কাছে চলে যেতে হবে আমাদের: যুবলীগ চেয়ারম্যান

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, এ বছরটা নির্বাচনের বছর। আমাদের রাজপথে থাকতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে। শুধু নেতাকর্মী দ্বারা আবৃত থাকলে চলবে না। আমাদের চলে যেতে হবে সাধারণ মানুষের কাছে।

শনিবার (২৮ জানুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ যুবলীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশ (ছবি: ফোকাস বাংলা)

নেতাকর্মীদের উদ্দেশে যুবলীগ চেয়ারম্যান বলেন, যুবলীগের ভাই ও বোনেরা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা ধৈর্যশীল থাকবেন। ওদের কৌশল আমাদের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা। ওরা পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইবে। আপনারা ওদের ফাঁদে পা দেবেন না। কিন্তু রাজপথ আমরা ছেড়ে দেবো না। ভুলে যাবেন না, ওরা কিন্তু দিনকে রাত এবং রাতকে দিন বানাতে বড় পারদর্শী। মিথ্যার ওপরই এই দলটার সৃষ্টি। ওরা জাতির পিতার নাম মুছে ফেলেছিল। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল। সুতরাং মিথ্যাচর্চার ক্ষেত্রে এই দলকে দুর্বল ভাবার কোনও সুযোগ নাই।

যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল (ছবি: ফোকাস বাংলা)

যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, যেমন করে বিগত দিনে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথ আগলে রেখে শেখ হাসিনার নির্দেশিত পথে মানুষের কল্যাণে, মানুষের অধিকার আদায়ের জন্য আপনারা সব সময় কাজ করেছেন, আগামী নির্বাচনেও সেই সাহসিকতা আর বীরত্বের সঙ্গে রাজপথে থাকবেন। বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্র মোকাবিলা করে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে ঘরে ফিরবেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কার্যনির্বাহী সদস্য তারানা হালিমসহ যুবলীগের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা।