‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির শিখরে যাচ্ছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘অন্ধকারে আলোর দিশারী’ আখ্যায়িত করে সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতির শিখরে চলে যাচ্ছে। আগামীর বাংলাদেশ হবে উন্নয়নের বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মদিনে এটাই আমাদের শপথ।’

শনিবার (১৮ মার্চ) বিকালে রাজধানীর মিরপুরের ভাষানটেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক জনসভায় তিনি এসব কথা বলেন।

বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার জন্য তার জীবন উৎসর্গ করেছেন। পিতার স্বপ্ন বাস্তবায়নে দিনরাত্রি পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের দরবারে যে কয়জন রাষ্ট্রনায়ক বা দেশনায়কের কথা আলোচিত হয় তাদের মধ্যে অন্যতম শেখ হাসিনা।’

সংসদ উপনেতা বলেন, ‘দেশে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের যে নিশ্চিয়তা তিনি দিয়েছেন তা দিন দিন আরও সুদৃঢ় হবে।’

পরে জাতির পিতা ও ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।