শেখ জামাল সম্পর্কে মানুষকে জানাতে হবে: ফারুক খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, ‘শেখ জামালের জন্মদিনে তাকে স্মরণ করায় যুবলীগকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে বলতে চাই, শুধু জন্মদিন পালন করলে হবে না, শেখ জামাল সম্পর্কে জানতে হবে, মানুষকে জানাতে হবে। শেখ জামাল লেখাপড়া করতে পছন্দ করতেন। যুবলীগের নেতা-কর্মীদের বই পড়তে আগ্রহী হতে হবে।’

শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭০তম জন্মদিন উপলক্ষে এর আয়োজন করে যুবলীগ।

ফারুক খান বলেন, ‘১৯৭৫ সালে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো বাংলাদেশে এসেছিলেন। তখন তিনি শেখ জামালের দক্ষতা দেখে খুশি হয়েছিলেন এবং সামরিক প্রশিক্ষণের জন্য তার দেশে আমন্ত্রণ জানান।’

তিনি আরও যোগ করেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন-বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই। যুবলীগে সেই মানুষ আছে, শেখ জামালের মতো সাহসী নেতৃত্ব আছে।’

আলোচনা সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক আবেদ খান বলেন, ‘আজকের বাংলাদেশ ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নকে ধারণ করেই। আর সেটাকে বহন করে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। ষড়যন্ত্র থেমে যায়নি। খালেদা জিয়া, এরশাদ, তারেক রহমানরা চলে যেতে পারে কিন্তু তাদের প্রেতাত্মারা রয়ে যাবে। বিভিন্নভাবে নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে গ্রাস করার চেষ্টা করবে।’

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।