মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে তরুণ প্রজন্মের ছাত্রদল-যুবদল করার কথা নয়: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, প্রজন্ম থেকে প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি। যদি তারা জানতো তাহলে আজকে কারও ছাত্রদল বা যুবদল করার কথা নয়।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর জাতীয় চার নীতিকে ছুড়ে ফেলা হয় উল্লেখ করে আমির হোসেন আমু বলেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়। ’৭৫ থেকে বিভিন্ন মেয়াদে তিন দশক এ দেশ শাসন করেছে স্বাধীনতাবিরোধী শক্তি। তাদের শাসন আমলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ক্ষতবিক্ষত করা হয়।’

তিনি বলেন, ‘পাকিস্তান ভেঙে ফেলার অপরাধেই বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সেই অপশক্তি দেশি-বিদেশি ও আন্তর্জাতিক চক্রান্তের শিকার হয় বঙ্গবন্ধু পরিবার।’ 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার মাস্টার মাইন্ড জিয়াউর রহমান তার জীবদ্দশায় মুক্তিযুদ্ধের সপক্ষে কোনও কাজ করেননি। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারী ও স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসিত করেছেন।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, জিন্নাতুল বাকিয়া, দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী সচিব মিজানুর রহমান শহীদ প্রমুখ।