ষড়যন্ত্রের মেঘ কেটে যাচ্ছে: হানিফ

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্রের মেঘ কেটে যাচ্ছে, আবার সূর্যের আলো দেখা যাচ্ছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ‘বিএনপির অপরাজনীতির প্রতিবাদে’ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে দাবি করে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতা এসে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সেই লক্ষ্যে আপনারা সবাই প্রস্তুত থাকুন।’

বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘যতদিন তারেক রহমানের মতো দুর্নীতিবাজ ও সন্ত্রাসী আপনাদের নেতা থাকবে, যতদিন দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া নেতা থাকবেন আপনাদের, ততদিন বিএনপির এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার সুযোগ নেই, আসতে পারবে না।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব অহেতুক কর্মীদের মিথ্যা আশ্বাস দিয়ে বিপদের মুখে ফেলে দিতে চান। আপনারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। ফখরুল সাহেব, আগুন নিয়ে খেলতে যাবেন না। সন্ত্রাসী দিয়ে যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন, সেটাকে কীভাবে কঠোরভাবে দমন করতে হয়, আওয়ামী লীগ তা জানে। অহেতুক নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দেবেন না। আগামী ২০ বছরেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।’

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।