উন্নয়ন অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান মতিয়া চৌধুরীর

দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে এবং শেখ হাসিনার নেতৃত্বকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ আহ্বান জানান।

মতিয়া চৌধুরী বলেন, ‘দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এটাই আমরা চাই। সবাই দোয়া করবেন, বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে।’

সরকার পতনের হুমকি দিয়ে বিএনপি আবারও নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, ‘দলটির হুমকিতে আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ হয়। বিএনপি কর্মগুণে নিজ দলের জন্য হুমকিতে পরিণত হয়েছে।’

দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শাজাহান খান বলেন, ‘বিএনপি শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিতে বলে। এ যেন মামা বাড়ির আবদার। বিএনপির জনসমর্থন নেই অথচ গণ-অভ্যুত্থানের কথা বলে, যা দলটির রাজনৈতিক অজ্ঞতা।’

দেশি-বিদেশি ষড়যন্ত্র হিসেবে বিএনপি নানা ধরনের কর্মসূচি দিচ্ছে বলে দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আগামী নির্বাচনকে ভন্ডুল করার উদ্দেশ্যে বিএনপি দেশে নানা কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে। কেউ যাতে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে না পারে সরকারি দল হিসেবে আওয়ামী লীগের সেটা দেখার দায়িত্ব রয়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন রুহুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুর রহমান প্রমুখ।