আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি ইশতেহার তৈরি করছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং কমিউনিটি লিডারদের কাছে মতামত চেয়েছে দলটি। আগামী ২০ অক্টোবরের মধ্যে মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি সদস্য সচিব এবং দলটির তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগ তার প্রতিটি নির্বাচনি ইশতেহারে জাতিকে প্রদত্ত প্রতিটি অঙ্গীকার শতভাগ প্রতিপালন করেছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের প্রতিটি ইশতেহারেই সরকারের নির্দিষ্ট মেয়াদের বাইরে দীর্ঘমেয়াদি নানা উন্নয়নের পথনকশা ছিল। এর প্রতিটিই অত্যন্ত সুচারুভাবে বাস্তবায়িত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপ-কমিটির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এই উপ-কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। গণমানুষের দল আওয়ামী লীগের ইশতেহার কেবল একটি দলীয় ইশতেহার নয়; এটি প্রকৃত অর্থে গোটা জাতির ইশতেহার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে কী প্রত্যাশা করে, সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাত সম্পর্কে ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে এবং আবারও সরকার গঠন করলে আওয়ামী লীগ কী কী নতুন উদ্যোগ নিতে পারে, এ বিষয়ে আগামী ২০ অক্টোবরের মধ্যে মতামত পাঠানোর জন্য দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং কমিউনিটি লিডারদের অনুরোধ করা যাচ্ছে।
মতামত পাঠানোর ঠিকানা: সদস্য সচিব, নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়, বাড়ি ৫৩, সড়ক ৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা। albddatabase@gmail.com এই ঠিকানায় ই-মেইল করা যাবে।