অবৈধ ব্যক্তির হাতে গড়ে ওঠা দল মানুষকে কী দেবে: শেখ হাসিনা

শেখ হাসিনা‘একজন এতিমদের টাকা মেরে খেয়েছেন। আরেকজন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও মানি লন্ডারিং মামলার আসামি। ইন্টারপোল তার নামে ওয়ারেন্ট জারি করেছে। সেই আসামিরা হয়েছেন বিএনপির নেতা। নাটকটা ভালোই করেছে। এরা মানুষকে কী দেবে?’ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেছেন।
সম্প্রতি বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে খালেদা জিয়া ও তারেক রহমান পুনর্নির্বাচিত হওয়ার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা আরও বলেন, ‘হাইকোর্টের রায়ে বলা হয়েছে জিয়াউর রহমানের শাসনামল অবৈধ। অবৈধ ব্যক্তির হাতে গড়ে ওঠা দল মানুষকে কী দেবে।’
গত বছরের শুরুতে বিএনপি নেতৃত্বাধীন জোটের সরকারবিরোধী সহিংস আন্দোলনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘কেন মানুষ পোড়ানো হলো সেই জবাব খালেদাকে দিতে হবে। এর বিচারও হবে বাংলার মাটিতে। পেয়ারে পাকিস্তানের আত্মা কেন এ দেশে থাকবে, যার জন্ম ভারতে আর প্রিয়স্থান পাকিস্তান?’

তিনি আরও বলেন, যত বাধাবিঘ্নই আসুক না কেন, আমরা তা অতিক্রম করতে পারবো। জাতির পিতার স্বপ্ন ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। জাতির জনক বলেছেন- কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না। সেই আদর্শে কাজ করতে হবে। যে আদর্শ নিয়ে স্বাধীনতা এসেছে সেই আদর্শে চলতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এ জনসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

/পিএইচসি/এফএস/ এএইচ/