খালেদা জিয়ার ভিশন-২০৩০ মিনিংলেস: আ. লীগ

মাহবুব উল আলম হানিফবিএনপির কাউন্সিলে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘ভিশন-২০৩০’ এর ঘোষণাকে ‘মিনিংলেস’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, খালেদা জিয়ার কাছে জাতি কোনও কিছুই আশা করতে পারে না। তার কাছে ভিশন ২০৩০ আর ২০৬০ কী? এটা ‘মিনিংলেস’ কথাবর্তা। শনিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।  
মাহবুবউল আলম হানিফ বলেন, যিনি ভিশন ২০৩০ ডেকেছেন তিনি কি তার সাম্প্রতিক  কর্মকাণ্ড ও অতীতের কার্মকাণ্ডের জন্য অনুতপ্ত? তিনি কি দুঃখ প্রকাশ করেছেন? তিনি কি পেট্রোলবোমার শিকার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন? তাতো তিনি করেননি।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সম্মেলন নিয়ে দেশের জনগণের মধ্যে কোনও আগ্রহ নেই। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও তা নেই। সম্মেলন করা হয় নেতা নির্বাচনের জন্য কিন্তু দেশবাসী লক্ষ করেছে, বিএনপি নির্ধারিত সম্মেলনের তারিখের অনেক আগেই তাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছে।  এরপর আজকের সম্মেলনের আর কি গুরুত্ব থাকতে পারে? তিনি বলেন, কাউন্সিলরা হচ্ছেন সবচেয়ে বড় ক্ষমতাবান। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তারা ভোটাধিকার প্রয়োগ করে নেতৃত্ব নির্বাচন করে থাকেন। আর বিএনপি কাউন্সিলরদের না ডেকেই নেতৃত্ব নির্বাচিত করেছে। তারা কখনও নিজেদের দলকে গণতান্ত্রিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেননি। এটা একটা জগা-খিচুড়ি টাইপের দল।  সম্মেলনের আগেই নেতৃত্ব নির্বাচন করে আজ ঢাকডোল পিটিয়ে সম্মেলন করা দলের সঙ্গেও তামাশা, দেশবাসীর সঙ্গেও তামাশা। তাই এটা সম্মেলন না বলে তামাশাই বলা চলে।

/পিএইচসি/এমএনএইচ/