বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আ.লীগ নেতারা জড়িত: ফখরুল

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিচ্ছেন ফখরুল ইসলাম আলমগীরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততা রয়েছে বলে আওয়ামী লীগ নেতারা যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,‘শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়াউর রহমান নয়, আওয়ামী লীগের নেতারাই জড়িত। সঠিক তদন্ত হলে দেখা যাবে ওই হত্যাকাণ্ড আওয়ামী লীগের নেতারাই ঘটিয়েছেন।’
শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপি মহাসচিব জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় ফখরুল অভিযোগ করেন, সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে। এ কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিবাদ বেড়ে চলেছে।

তিনি মনে করেন, সরকার জঙ্গিবাদকে নির্মূল করতে চায় না। এটা পরিস্কার হয়ে গেছে। তার ভাষ্য, জঙ্গিবাদকে সুষ্ঠুভাবে মোকাবিলা না করে শুধু রাজনৈতিক উদ্দেশে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটির বৈঠকে দলের গঠনতন্ত্রের বেশ কিছু সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে। এগুলো গঠনতন্ত্রে যোগ হবে।

নতুন কমিটি নিয়ে ক্ষোভ-অসন্তোষ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব জানান,‘বিএনপি বড় দল, সেজন্য কমিটি নিয়ে ক্ষোভ থাকতেই পারে। কমিটিতে রদবদল হবে কী না-তা এখনই বলা যাচ্ছে না। দলে এক নেতার এক পদ বাস্তবায়ন করা হবে। তখন বেশ কিছু পদ শূন্য হবে। সেখানে নতুনদের আনা হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠকেই এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। বাংলা ট্রিবিউন এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যে, নির্বাহী কমিটিতে কোনও পরিবর্তন আসছে না।

পড়ুন: বিএনপির নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক শুরু
/এসটিএস/এনএস/এমএসএম/