সাভারের যুবদল নেতা হত্যার বিচার দাবি বিএনপির

শাহ আলম নয়ন

সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে ‘নৃশংসভাবে হত্যা’ করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তারা নয়নের ‘হত্যাকারীদের’ বিচার দাবি করেছে।

রবিবার দুপুরে বিএনপির নয়া পল্টনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
গত শনিবার ভোর রাতে বন্দুকযুদ্ধে নয়ন নিহত বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিএনপির এই নেতা বলেন, ‘বর্তমান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে কথিত বন্দুকযুদ্ধের নামে অব্যাহতভাবে হত্যা করছে। গত ৯ মাসে দেশে ১৭৮ জনকে বন্দুকযুদ্ধের নামে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে স্বেচ্ছাসেবী সংগঠন আসক উল্লেখ করেছে। এ ধরনের বন্দুকযুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পৈশাচিকভাবে হত্যা দেশে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের নেশা ও রেওয়াজে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘আমি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নিহত শাহ আলম নয়নের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গতকাল নেত্রকোণা জেলা বিএনপির কার্যালয়ে আওয়ামী ‘সন্ত্রাসীরা’ সশস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। বর্তমান সরকারের সন্ত্রাসবাদী রাজত্বে এটি একটি ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন ঘটনা। দোষীদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি।
দুদু আশাবাদ ব্যক্ত করেন, সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে জাতীয় সংলাপ সূচনা পরিবেশকে উন্মুক্ত করবেন।
এদিকে পৃথক একটি বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়ন হত্যার প্রতিবাদ ও নিন্দা জানান।

আরও পড়ুন: কওমি সনদের সরকারি স্বীকৃতি: বিকল্প প্রস্তাব দেবে বেফাক

/এসটিএস/এসটি/