চীনের প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক


খালেদা জিয়াবাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার বিকাল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
শায়রুল কবির খান জানান, সম্প্রতি চীনের রাষ্ট্রপ্রধান সফর করে যাওয়ার পর সফরের ফলো’আপ টিম হিসেবে জন্য এ প্রতিনিধি দল বাংলাদেশে  এসেছে।
চীনা প্রতিনিধিদলের সঙ্গে যারা আছেন- সিপিসি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগীয় উপমন্ত্রী জেং শাওসং, মহাব্যবস্থাপক ইউয়ান জিইবেন, উপপরিচালক জিয়া পং, উপরিচালক হাও জিগাং, স্টাফ অফিসার গাও মিন ও সচিব তান উই।  
খালেদা ছাড়াও বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুর রহমান, উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।

/এসটিএস/এইচকে/