অ্যালবার্ট পি কস্টা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি

অ্যালবার্ট পি কস্টা

যুবদলের অ্যালবার্ট পি কস্টাকে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

এর মাধ্যমে যুবদলের মোয়াজ্জেম হোসেন আলালের স্থালাভিষিক্ত হলেন অ্যালবার্ট। মোয়াজ্জেম হোসেন আলাল বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

পদপ্রাপ্তি বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলা ট্রিবিউনকে অ্যালবার্ট বলেন, আমি এ দায়িত্ব পেয়ে আনন্দিত। ম্যাডাম জিয়াকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাকে মনোনীত করেছেন। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার আন্দোলনে আমি ভূমিকা রাখবো।

যুবদলের নতুন কমিটি বিষয়ে শিগগিরই খালেদা জিয়ার সঙ্গে তিনি বৈঠক করবেন বলে এক প্রশ্নের জবাবে বাংলা ট্রিবিউনকে জানান। 

এর আগে বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে অ্যালবার্টের ভারপ্রাপ্ত সভাপতির পদ পাওয়ার তথ্য নিশ্চিত করেন। শায়রুল আরও জানান, যুবদলের বর্তমান সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম নীরব।

যুবদলের নতুন কেমিটিকে কেন্দ্র করে যখন সংগঠনের ভেতর আলোচনা তুঙ্গে, তখনই অ্যালবার্টের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হওয়ার ঘোষণাটি এলো।

ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত হওয়ার আগে অ্যালবার্ট পি কস্টা দলটির সহসভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে ১৯৭৩-৭৪ সালে তিনি বাংলাদেশে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়। তার গ্রামের বাড়ি গাজীপুর। 

/এইচকে/