গণতন্ত্র প্রতিষ্ঠায় ‘নো কম্প্রোমাইজ’: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরগণতন্ত্র প্রতিষ্ঠায় ‘নো কম্প্রোমাইজ’ বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লুট হয়ে যাওয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করে যাব।’ সোমবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অলি আহাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
গণসংস্কৃতি দল আয়োজিত এ স্মরণসভায় ভাষা সৈনিক অলি আহাদকে স্মরণ করে তিনি বলেন, ‘ন্যায় ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিলো অলি আহাদের লড়াই। মনে রাখতে হবে আমাদের একটা সত্ত্বা রয়েছে। সেই চেতনাকে সামনে রেখে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। আর সে চেতনা হচ্ছে গণতান্ত্রিক চেতনা। সেই গণতন্ত্র আজ নেই, এ গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি লড়াই করছে।’
ফখরুল বলেন, ‘আজ দেশে যে রাজনীতি চলছে, তার মধ্য থেকে ভাল কিছু আসছে না। যখন দেখছি জবাবদিহিতা ছাড়াই কোনও মানুষকে রুদ্ধ করা হচ্ছে। যে কারণেই হোক সে, কিন্তু প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে ন্যায় ও সুষ্ঠু বিচার পাবার।’
গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘কোনটা সঠিক বা ঠিক না, কোনটা ন্যায় কোনটা অন্যায় তা যেন জাতি হারিয়ে ফেলেছে। গোটা বিশ্বই নষ্ট সময় পার করছে। এ অবস্থায় ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশের তরুণ ও বিবেকবান মানুষদের ঐক্যবদ্ধ হতে আহ্বান করছি।’

সংগঠনের সভাপতি এস আল মামুনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু, অধ্যাপক আব্দুল গফুর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, দলের ঢাকা জেলা সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, অলি আহদের কন্যা বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফারহান রুমিন প্রমুখ।

/আরএআর/এমও/