খালেদার সঙ্গে জাপার একাংশের সাক্ষাৎ শুরু

 

 

খালেদা জিয়াবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন জাতীয় পার্টি’র (জাফর) প্রেসিডিয়ামের সদস্যরা। রবিবার রাত সাড়ে নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।  বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

 জাপার চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুর পর  ড. টিআই ফজলে রাব্বী চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

ধারণা করা হচ্ছে, জাপার কমিটি, রাজনৈতিক পরিস্থিতিসহ কিছু বিষয়ে প্রায় ৩০ মিনিটের মতো এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈঠকটি কোনও স্পেশাল কিছু না। আমাদের প্রেসিডিয়ামের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে  উৎসাহী। এ কারণেই মূলত আজকের বৈঠক।’ তিনি আরও বলেন, ‘আজকের বৈঠকে বিরাজমান পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হবে। এতে ২০ দলীয় জোটের নানাদিক আলোচনায় আসতে পারে।’

জাপার প্রয়াত চেয়ারম্যান কাজী জাফর আহমদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তাফা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হবে।’

/এসটিএস/এমএনএইচ/