রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে বিএনপির চিঠি





বিএনপিনির্বাচন কমিশন গঠনের জন্য আলোচনায় বসতে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। বুধবার বিকাল চারটার পর দলটির সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ ও সাবেক সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন বঙ্গভবনে এই চিঠি পৌঁছে দেন।
এর আগে বুধবার দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন, সাক্ষাতের সময় চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দেবে বিএনপি।
সহ-দফতর মুনির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির ৩জন নেতা বঙ্গভবনের গেইটে দায়িত্বরত পুলিশের হাতে চিঠি দিয়ে এসেছি।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠনের বিষয়ে যে প্রস্তাব দিয়েছেন, সে বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসতে সময় চেয়ে চিঠিতে আবেদন করা হয়েছে।’
/এসটিএস/এমএনএইচ/