না. গঞ্জে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ২০ দলীয় জোট

 

 

খালেদা জিযার সভাপতিত্বে ২০ দলীয় জোটের বৈঠকআসন্ন জেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তবে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে। মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত শরিক দলগুলোর একাধিক নেতা এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে উপস্থিত একজন নেতা জানান, জোটের সভায় জেলা পরিষদ নির্বাচনে যাওয়া-না যাওয়া, নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হয়। বৈঠকে খালেদা জিয়া তার বিগত দিনের রাজনৈতিক সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। এ সময় খালেদা জিয়া তার বিরুদ্ধে চলমান ৩৬টি মামলার বিষয়ে নিজের অবস্থান জানান। শরিক নেতাদের তিনি বলেন, ‘সরকার আমাকে ফাঁসানোর জন্য এই মামলাগুলো করেছে।’

বৈঠকে অংশ নেওয়া ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সভায় সিদ্ধান্ত হয়েছে—নাসিক নির্বাচনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়া ইসি গঠনের প্রস্তাব নিয়ে সবাইকে কাজ করার বিষয়ে আলোচনা হয়।’

সূত্র জানায়, নাসিক নির্বাচনে জোটের শরিকদের একসঙ্গে কাজ করার বিষয়ে খালেদা জিয়া জোর দেন। এরই মধ্যে জোটের অন্য শরিক দলগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও এগুলো প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়া নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাবের সঙ্গে জোটের শরিকদের প্রস্তাবও যুক্ত হবে। এ বিষয়ে ব্রিফ করেন বিএপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠকে নির্বাচন কমিশন গঠন বিষয়ে জামায়াতের প্রতিনিধি আবদুল হালিম জানতে চান, ‘ইসি গঠন বিষয়ে আরও কিছু বিষয় যোগ করা যাবে কিনা?’এর জবাবে জামায়াতের কোনও পরামর্শ থাকলে তাও লিখিত আকারে জমা দিতে বলেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘আপনাদের পরামর্শ থাকলে লিখিত দিন। কী কী বিষয় যুক্ত বা বিযুক্ত করতে হবে তাও বলুন।’ এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মতি দেন।  

জোটের বৈঠকে ন্যাপ চেয়ারম্যানের পক্ষে কথা বলেন দলটির মহাসচিব গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘আমাদের দলের চেয়ারম্যান চান, ইসি গঠনের প্রস্তাবটি বিদেশিদের কাছে উপস্থাপন করা হোক। আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমেই নির্বাচনের জন্য সরকারকে তাগিদ দেওয়া হোক।’ 

বৈঠক শেষে জোটসমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। পাশাপাশি জেলা পরিষদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে এই জোট।’ তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ কল্যাণ পার্টির দু’জন মেয়র প্রার্থী আছেন। তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইসি গঠনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে প্রস্তাব দিয়েছেন, সভায় সে জন্য ২০-দলীয় জোট তাকে ধন্যবাদ জানিয়েছে। সভা মনে করে, খালেদা জিয়ার প্রস্তাব বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য। এর ভিত্তিতে শক্তিশালী ইসি গঠনে আলোচনা শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ২০ দল।’

মঙ্গলবার রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসে আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটিএম ফজলে রাব্বী চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ। 

/এসটিএস/এমএনএইচ/