অসন্তোষের ফলেই সাভারে শ্রমিক বিক্ষোভ: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসাভারে পোশাক শিল্প শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় বিএনপির নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ বিক্ষোভ মূলত শ্রমিক অসন্তোষের ফলে ঘটেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মামলাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক’ বলেও অভিহিত করেছেন।
বিবৃতিতে বিএনপির মহাসচিব, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন বাবু ও উপজেলা বিএনপির ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. মইনউদ্দিন বিপ্লবসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসরাফ জাহান মিনিসহ অন্য নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকার দিশাহারা হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় আটক করে হয়রানি ও নির্যাতন করছে। সাভারের শ্রমিক বিক্ষোভের ঘটনার পেছনে আমাদের জড়িয়ে মামলা দায়ের সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যমূলক।’
বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আটক নেতাকর্মীদের মুক্তির জোর দাবিও জানান তিনি।



/এমও/