আইয়ুব খানও অনেক উন্নয়ন করেছিলেন: মওদুদ

গণতন্ত্রের চর্চা না থাকলে উন্নয়ন টেকসই হবে না মন্তব্য করে বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, ‘আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন করার কোনও দরকার ছিল না, তিনি তো অনেক উন্নয়ন করেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে এত বৃহৎ আন্দোলন কেন হয়েছিল?’ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনে জাতীয় সংলাপের প্রয়োজনীয়তা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাসাস আয়োজিত অনুষ্ঠানে মওদুদ ও অন্যরা

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য জামায়াতকে নিয়ে আন্দোলন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এখন তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার কখনও দেশের মানুষ গ্রহণ করবে না। এটি কেমন কথা!’

সুন্দরবন নিয়ে জাতীয় কমিটির আন্দোলনের বিষয়ে মওদুদ বলেন, ‘রামপাল বর্তমানে বৈশ্বিক ইস্যু। এ প্রকল্প বাস্তবায়নের ফলে পরিবেশে যে ক্ষতি হবে সে ব্যাপারে সারাদেশে মানুষ উদ্বিগ্ন। কিন্তু সে প্রকল্প বাতিলের দাবিতে যখন মানুষ আন্দোলনে নামে সেখানে পুলিশ হামলা করে।’ এসময় অতীতে কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, অবসরপ্রাপ্ত নিরপেক্ষ কাউকে নির্বাচন কমিশনার হিসেবে গঠনের জন্য সার্চ কমিটি সুপারিশ করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনপিপি’র চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট এহসানুল হুদা প্রমুখ।

/আরএআর/এমও/