পিলখানা হত্যাকাণ্ডের শ্বেতপত্র প্রকাশের দাবি বিএনপির


লে.জে.(অব) মাহবুবুর রহমান
পিলখানা হত্যাকাণ্ডের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেছেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের ৮ বছর পেরিয়ে গেলেও বিচারকাজ শেষ হয়নি বলে কষ্ট হচ্ছে। ঘটনার নেপথ্যের নায়ক কারা, কাদের অর্থায়নে বিডিয়ার জওয়ানরা বিপথগামী হয়েছিল তা প্রকাশ করা হয়নি। জাতি পুরো ঘটনা জানতে চায়। সরকারের উচিত অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করা।’
বনানীর সামরিক কবরস্থানে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মাহবুবুর।
পিলখানা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে একটি জঘন্য ও বর্বর ঘটনা উল্লেখ করে দুঃখ ও শোক প্রকাশ করেন মাহবুব। তার দাবি, এ ঘটনায় সঠিক তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আসল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দেওয়া হোক।
মাহবুবুর রহমান বলেন, ‘ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির অবজারভেশন ছিল অধিকতরও তদন্ত করা, ঘটনার নেপথ্যের নায়ক ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা ও নেপথ্যে কি কারণ ছিল তাও খতিয়ে দেখার কথা বলেছিল। সরকার এর কোনোটিই এখনও করেনি।’
এক প্রশ্নের উত্তরে মাহবুব বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই শ্বেতপত্র প্রকাশ করবে। কিন্তু বিষয় সেটি নয়, সরকার কেন করছে না? গুরুত্ব বুঝে তো সরকারের এখনই শ্বেতপত্র প্রকাশ করা উচিত।’
এসময় কর্নেল (অবসরপ্রাপ্ত) রুহুল আমিন, বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসটিএস/এসটি/