সরকার ক্ষমতায় থাকার জন্যই ভারতের সঙ্গে চুক্তি করেছে: খালেদা জিয়া

 

খালেদা জিয়ার সঙ্গে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত প্রধিনিদের সাক্ষাৎপ্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘সরকার আরও অনেক বছর ক্ষমতায় থাকার জন্য ভারতের সঙ্গে চুক্তি করেছে। তাই এবারও ভোট হবে না। চুরি করে পুলিশকে দিয়ে, ছাত্রলীগ-গুণ্ডালীগকে দিয়ে নির্বাচন করবে।’ রবিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকার, জনগণের সরকার নয় উল্লেখ করেন খালেদা জিয়া বলেন, ‘তারা জনগণের নির্বাচিত নয়। আজ যিনি প্রধান নির্বাচন কমিশনার হয়েছেন, তিনি মোটেও নিরপেক্ষ নন। তিনি নিরপেক্ষ নন বলে আমরা তার কাছ থেকে নিরপেক্ষ নির্বাচন আশা করতে পারি না। আর যে সরকার আছে, তার অধীনে নির্বাচন তো আশা-ই করা যায় না।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত নেতারা।

/এসটিএস/এমএনএইচ/