রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

 

বিএনপিরবিবার রাত সাড়ে আটটায় বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক বসছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার রাতে এই বৈঠক ডেকেছেন। বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক পুলিশি তল্লাশির ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে।

এর আগে শনিবার সকাল ৭টা ২০ মিনিটে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি শুরু করে। গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, ‘খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চালানোর মতো জিনিস রয়েছে এই মর্মে সার্চ ওয়ারেন্ট রয়েছে। সেজন্য তল্লাশি চালানো হচ্ছে।’

তল্লাশি শেষে পুলিশ সকাল সাড়ে  নয়টা খালেদা জিয়ার গুলশান কার্যালয় ছেড়ে যায়। এই প্রসঙ্গে গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, তল্লাশি তালিকা অনুযায়ী সেখানে কিছুই পাওয়া যায়নি।

এসটিএস/এমএনএইচ/