অপরাজনীতিকে বাংলাদেশ থেকে বিদায় করতে চাই: খালেদা জিয়া

 

খালেদা জিয়া (ছবি: সংগৃহীত)অপরাজনীতিকে বিদায় দেয়ার ঘোষণা দিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘পুলিশকে অকারণে অপব্যবহার করে বিরোধী দলের অফিস তছনছ করার মতো অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে চাই।’ রবিবার তার টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক টুইটে তিনি এসব কথা বলেন।  

গতকাল শনিবার সকালে গুলশান থানা পুলিশ আদালতের সার্চ ওয়ারেন্ট দেখিয়ে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশি করে। এই ঘটনার প্রতিবাদেই নিজের টুইটারে অভিমত ব্যক্ত করলেন বিএনপিপ্রধান। এদিকে তল্লাশির প্রতিবাদে রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

 

খালেদা জিয়ার টুইট

শনিবার পুলিশের তল্লাশির পর তাৎক্ষণিকভাবে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী রবিবারও সারাদেশে বিএনপির বিক্ষোভ চলছে। এদিন রাতে দলের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া। ধারণা করা হচ্ছে, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির পর দলীয় মনোভাবে কোনও পরিবর্তন এসেছে, যা  স্থায়ী কমিটির বৈঠকে আলোচিত হবে।

এসটিএস/এমএনএইচ/