বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু





বিএনপিবিএনপি সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টায় দলটির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহম্মদ, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারেনি এমকে আনোয়ার। এছাড়া লন্ডনে থাকায় তারেক রহমান ও ভারতে চিকিৎসাধীন থাকায় সালাউদ্দিন আহমেদও উপস্থিত হতে পারেননি।
চেয়ারপারসন কার্যালয়ের একটি সূত্র জানায়, স্থায়ী কমিটির এ বৈঠকে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনা, অভ্যন্তরীণ ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, আগামী রমজানের ঈদের পর দলীয় কর্মসূচিসহ চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর আলোচনা করা হবে।
এর আগে গত ২ মে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
এসটিএস/এমএনএইচ/