খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি: বুধবার বিএনপির প্রতিবাদ সমাবেশ

 

বিএনপিদলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে বুধবার (২৪ মে) সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০ মে সকালে আকস্মিকভাবে অসৎ উদ্দেশ্য হাসিল করতে বিনা নোটিশে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সরকার ৩ ঘণ্টাব্যাপী পুলিশি তল্লাশি চালিয়েছে। এ ঘটনা নজিরবিহীন, রাজনৈতিক সংস্কৃতির চরম লঙ্ঘন ও ভ্রষ্টাচার। এর মধ্য দিয়ে অনৈতিক সরকারের অপরাজনীতির পরিচয় প্রকাশিত হয়েছে। সরকার যে রাজনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক পথকে সংকুচিত করে ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে, এ ন্যাক্কারজনক ঘটনার মধ্যদিয়ে তা আবারও প্রমাণিত হলো। প্রচলিত আইন লঙ্ঘন করে কোনও নোটিশ ছাড়াই খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশি চালিয়ে আইনের শাসনকে ভুলুণ্ঠি করেছে সরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এ ঘটনাকে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করে বিএনপি। এতে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কিমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, বাবু গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

/ এসটিএস/এমএনএইচ/