দুর্নীতির অর্থের যোগান দিতেই বাজেট: আমির খসরু

 

আমির খসরু মাহমুদ চৌধুরী (ছবি: সংগৃহীত)নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে  দুর্নীতির অর্থের যোগান দেওয়ার বাজেট বলে অভিযোগ করেছেন  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতারণা শেষে সরকার অর্থনৈতিক প্রতারণায় নেমেছে। সাধারণ মানুষকে নিঃস্ব করে দুর্নীতির অর্থের যোগান দিতে লুটপাটের বাজেট দেওয়া হয়েছে। রাজনৈতিক লুটপাটের অর্থনীতির মডেল অনুসারে এই বাজেট দেওয়া হয়েছে।’ বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হোটেলে বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ বলেন, ‘বিভিন্নভাবে আর্থিক খাতের যে লুটপাট হয়েছে, জনগণের পকেট কেটে সেই ঘাটতি মেটাতে এই বাজেট দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ বলেন, ‘বাজেট গণবিরোধী, এই ধরনের শব্দ আমি ব্যবহার করছি না।  এটা জনগণের পক্ষে যাবে না।’

আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার বিষয়ে খসরু বলেন,  ‘আমরা পয়েন্ট টু পয়েন্ট ধরে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাব।’

/এসটিএস/এমএনএইচ/