‘রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে পুলিশ ও যুবলীগ দিয়ে বাড়ি দখল করা হয়েছে’

গুলশানের ওই বাড়ির সামনে মওদুদরাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে পুলিশ ও যুবলীগের কর্মীদের দিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি দখল করা হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির স্থায়ী কমিটির যুগ্ম মহাসচিব এএম মাহবুব উদ্দিন খোকন।

বৃহস্পতিবার মওদুদ আহমদের বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা এক রিট আবেদন মুলতবি হওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ‘মওদুদ আহমদকে সাংবিধানিকভাবে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়নি। কাউকে বাড়ি থেকে উচ্ছেদ করতে হলে ৩০ দিনের নোটিশ দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু বিনা নোটিশে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। এটা সরকারের বা রাজউকের এখতিয়ারেরর মধ্যে পরে না।’

নোটিশ না দিয়ে গুলশান-২ এর বাড়িতে উচ্ছেদ কার্যক্রম চালানোর বৈধতা চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালে হাইকোর্টে রিট আবেদন করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আদালত এর শুনানি ২ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন।

বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গুলশানে -২ এর ৭৯ নম্বর সড়কে মওদুদ আহমদের দখলে থাকা বাড়িট নিয়ন্ত্রণে নেয়। এই বাড়ির সব আসবাবপত্র গুলশানেই মওদুদের অন্য একটি ফ্ল্যাটে স্থানান্তর করে দেয়।

আদালতের নির্দেশে বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গুলশানে -২ এর ৭৯ নম্বর সড়কে মওদুদ আহমদের দখলে থাকা বাড়িটির নিয়ন্ত্রণে নেয়। এই বাড়ির সব আসবাবপত্র গুলশানেই মওদুদের অন্য একটি ফ্ল্যাটে স্থানান্তর করে দেওয়া হয়েছে। এর আগে গত ৪ জুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের একটি বেঞ্চ মওদুদ আহমদকে তার গুলশানের বাড়ি ছাড়তে হবে বলে নির্দেশ দেন।   

/এমটি/ইউআই/এফএস/ 

আরও পড়ুন- যে সিদ্ধান্ত হতে পারে 'মওদুদের বাড়িটি' নিয়ে