চিকুনগুনিয়ার দায় সরকার ও দুই মেয়রের: রিজভী

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)‘মশক নিধনের ব্যর্থতার কারণে ঢাকা শহরে শুরু হওয়া চিকুনগুনিয়া সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। বর্তমান সরকার এবং দুই মেয়র এর দায় এড়াতে পারে না।’ রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘দেশে জনস্বাস্থ্য এখন চরম হুমকির মুখে। চিকুনগুনিয়া জনগণের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে। মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে দায়িত্ব এড়িয়ে যেতে এখন লাগামহীন কথাবার্তা বলা হচ্ছে। অথচ মশক নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনে শত শত কোটি টাকা ব্যয়ের কথা বলা হয়েছে।’
বিএনপি নেতা রিজভীর অভিযোগ করে আরও বলেন, ‘এত টাকা ব্যয় হলেও মশা নিধন হয়নি, তাহলে টাকাগুলো গেল কোথায়? চিকুনগুনিয়ার মতো মহামারির আগ্রাসন প্রতিরোধে সরকারের প্রস্তুতি দূরে থাক বরং সরকার ও সরকারের প্রতিনিধিরা জনগণের দুঃখ-কষ্ট নিয়ে উপহাস করছে।’ শুধু মশা নয়, জনগণ সিটি করপোরেশনের কাছ থেকে প্রয়োজনীয় সেবাগুলিও পাচ্ছে না, বলেও জানান রিজভী।
/এসটিএস/এমও/