ষোড়শ সংশোধনী নিয়ে আ. লীগ নেতাদের বক্তব্য আদালত অবমাননার শামিল: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবিবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগ নিজেই জানে না তারা কী বলছে। তিনি বলেন, ‘রায় নিয়ে আওয়ামী লীগের নেতারা যে ধরনের কথাবার্তা বলছেন এবং যা করছেন তা আদালত অবমাননার শামিল। তাদের প্রত্যেকটি নেতা প্রধান বিচারপতিকে লক্ষ্য করে অশালীন ভাষায় কথাবার্তা বলছে। সম্পূর্ণ বেআইনি ভাষায় তারা কথা বলছে।’

শনিবার (২৬ আগস্ট) জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ষোড়শ সংশোধনীর রায়ের পর বিএনপি যে স্বপ্ন দেখেছিল সেটি উল্টে গেছে-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর এমন বক্তব্যের সমালোচনায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন,‘আওয়ামী লীগের নেতারা যে কথাগুলো বলছেন, আমার মনে হয় তারা নিজেই জানে না তারা কী বলছেন। এ রায়ের পর তাদের আসল চেহারা বেরিয়ে গেছে। জনগণ সেটা বুঝতে পেরেছে। এই কারণেই তারা এসব অমূলক কথা বলছে।’

নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে বিএনপি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বলে দিয়েছেন, এই সংলাপে খুব একটা ফল পাওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হচ্ছে না। এখানে মূল যে সমস্যা রয়েছে, সে সংকট নিরসনে এটা এই সংলাপ কোনও কাজ করবে না। অর্থাৎ সহায়ক সরকার এবং নির্বাচনের সময়ে নিরপেক্ষ পরিবেশের বিষয়টি কোনও সমাধান দিতে পারবে না। বিএনপির নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লড়াই করবে।’