লন্ডনে ঈদ জামাতে তারেক রহমানের সঙ্গে ছিলেন না স্থানীয় নেতারা

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান কোথায় ঈদ জামাত আদায় করেছেন তা জানেন না খোদ যুক্তরাজ্য বিএনপির শীর্ষ নেতারা। ঈদ জামাতে তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য বিএনপির কোনও নেতাকর্মীও উপস্থিত ছিলেন না।

তারেক রহমান (ছবি: মুনজের আহমদ চৌধুরী)একাধিক সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, ঘরের কাছের কিংস্টন মসজিদেই ঈদ জামাতে অংশ নেন তারেক রহমান। তবে যুক্তরাজ্য বিএনপি ও যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় নেতারাও এ ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য দিতে পারেননি।

আজ শুক্রবার ইউরোপের অন্যান্য স্থানের মতো যুক্তরাজ্যেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। সকালে যথারীতি ঈদের জামাতেও অংশ নেন বিএনপির এই সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ জানান, তারেক রহমান কোথায় ঈদের নামাজ পড়েছেন, সেবিষয়টি আমার জানা নেই।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত তারেক রহমান কিংস্টন অথবা রিজেন্ট পার্ক মসজিদে ঈদের নামাজ আদায় করেন। তবে আজ কোথায় পড়লেন সেটি আমি জানি না।’

নাম না প্রকাশের সূত্রে স্থানীয় বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, কোন মসজিদে তিনি নামাজ পড়বেন, সেটি আগে থেকে জানলে উৎসুক দলীয় নেতা-কর্মীদের অনেকে নেতার সঙ্গে ঈদের নামাজ আদায়ে হাজির হন সেখানে। অনেকে মসজিদের ভেতরে শুরু করেন সেলফি আর রাজনৈতিক আবদার। এতে অন্যান্য মুসল্লিরা যেমনি বিরক্ত হন, তেমনি বিব্রত হন তারেক নিজেও। আর এ কারণেই কোথায় ঈদের জামাত পড়বেন সেটি গোপন রেখেছিলেন তারেক রহমান নিজেই।

শুক্রবার ঈদের জামাত আদায়কালে তার ব্যক্তিগত সহকারী আবদুর রহমান সানী ছাড়া স্থানীয় আর কোনও বিএনপি নেতাকর্মী তারেক রহমানের সঙ্গে ছিলেন না, বলেও জানিয়েছে সূত্রটি।
আরও পড়ুন: ঘরোয়া আমেজে ঈদ কাটাবেন খালেদা-তারেক