রোহিঙ্গাদের জন্য সেফ জোনের প্রস্তাব ভুল ধারণা: আমীর খসরু

রোহিঙ্গা সংকট উত্তরণে ‘সেফ জোন’ প্রস্তাবের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এটি একটি ভুল ধারণা। সেফ জোন হলে রোহিঙ্গারা নিজ দেশে শরণার্থী হিসেবে গণ্য হবে। তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবে।’

বিতর্ক অনুষ্ঠানে আমীর খসরু মাহমুদসহ অন্যরাশনিবার রাজধানীর তেজগাঁওয়ের বিএফডিসিতে ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এ ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় মিয়ানমারের বর্তমান পরিস্থিতিকে জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করে অবিলম্বে এই বর্বরতা বন্ধের দাবি জানান এবং রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত যাওয়ার সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন বিএনপির এ নেতা।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের রাজনৈতিক অবস্থান সুস্পষ্ট নয় দাবি করে আমীর খসরু মাহমুদ বলেন, ‘বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ আমাদের সার্বভৌমত্বের উপর পরোক্ষ আঘাত। বাংলাদেশ সরাসরিভাবে রোহিঙ্গা সমস্যায় আক্রান্ত হলেও এ বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান সুস্পষ্ট নয়।’

তিনি বলেন, ‘প্রথম দিক রোহিঙ্গাদের পুশ ব্যাক করা হয়েছে, মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ত বলা হয়েছে। এমনকি সন্ত্রাসী আখ্যা দিয়ে যৌথ অভিযানের কথাও বলা হয়েছিলো, যা পরোক্ষভাবে মিয়ানমারের অবস্থানকে সমর্থন করেছে। পরবর্তীতে সরকার অবস্থান পরিবর্তন করলেও তা সুস্পষ্ট নয়।’

সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গারা নির্যাতিত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়ার কারণে মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত এলাকা ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাই স্বার্থের কারণে ভারত ও চায়না চুপ করে রয়েছে এবং জাপানও কিছু বলছে না। এমনকি ওআইসি’ও প্রত্যাশিত ভূমিকা পালন করেনি।’

প্রতিযোগিতায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে পরাজিত করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।