সংলাপের প্রস্তাবনা চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বিএনপি

 

বিএনপিনির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপের প্রস্তাবনা ঠিক করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। শনিবার সন্ধায় ৬টা ৪৫ মিনিটে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বৈঠকের শুরু থেকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সচিব ঈসমাইল জবিরুল্লাহ প্রমুখ। তবে রাত সাড়ে আটটার পর  গয়েশ্বর চন্দ্র রায় ও  রুহুল কবির রিজভী বৈঠক থেকে বের হয়ে যান বলে জানা গেছে।

শায়রুল কবির খান জানান, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিদেশে থাকার কারণে আগামীকালের সংলাপে অংশ নিতে পারবেন না। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ আজ রাত ১২টায় দেশে আসবেন। আগামীকালের সংলাপে তিনি অংশ নেবেন।  

প্রসঙ্গত, আগামীকাল রবিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেবে বিএনপি। ইতোমধ্যেই দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ইসির সঙ্গে সংলাপে অংশ নিতে একটি বড় প্রতিনিধি দল যাবে।