সমাবেশ বন্ধ করতে যানবাহন বন্ধ করে দিয়েছে সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপির সমাবেশ বন্ধ করতে সরকার রাজধানীমুখী দূরপাল্লার যানবাহন এবং নগরীতে চলাচল করা গণপরিবহন হঠাৎ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বন্ধ করতেই এই কৌশল নিয়েছে সরকার।’ 

‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রবিবার সমাবেশের প্রস্তুতি চলাকালে তিনি গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সকাল থেকেই খবর পাচ্ছি যে, বিভিন্ন জায়গার রাস্তাঘাট এবং বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মহাসড়ক বন্ধ করা হয়েছে যাতে নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে না পারেন।’

তবে এভাবে জনস্রোত থামানো যাবে না বলে মন্তব্য করে তিনি বলেন, ‘হাজার হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়ে তা সফল করবে।’

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার অগণতান্ত্রিক আচরণ করছে। গতরাত থেকেই দলের নেতাকর্মীদের গণগ্রেফতার শুরু করেছে। অগণতান্ত্রিক আচরণ করে কোনও লাভ হবে না, সমাবেশ হবেই। সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে।’