স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

খালেদা জিয়াআগামীকাল রবিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন রাত নয়টার দিকে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হবে। শনিবার দলের গণমাধ্যম কর্মকর্তা শামসুদ্দিন দিদার এসব তথ্য জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে খালেদা জিয়ার সৌদি আরবের বিনিয়োগের খবর, হঠাৎ করেই নেতাকর্মীদের গ্রেফতার ও আগামী নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।
স্থায়ী কমিটির একজন জানান, বৈঠকের আলোচনার বিষয় এখনও পরিষ্কার না, তবে বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনের প্রার্থিতা নিয়েও আলোচনা হবে। এক্ষেত্রে তাবিথ আউয়াল বা অন্য কাকে মনোনয়ন দেওয়া যায়, এ নিয়ে আলোচনা হতে পারে।
স্থায়ী কমিটির আরেক সদস্য মনে করেন, বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্তে আসতে পারে দলীয় হাইকমান্ড।