ছাত্রদলের সমাবেশস্থলে খালেদা জিয়া

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন চত্বরে গাড়ির ভেতরে খালেদা জিয়া (ছবি: বাংলা ট্রিবিউন)ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে এসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন চত্বরে এসে পৌঁছান তিনি।

সমাবেশটি দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভেন্যুর ফটকে তালা মেরে রাখা হয় সকালেই। শেষ পর্যন্ত সেই তালা খোলেনি। এ কারণে সামনের চত্বরেই সমাবেশের প্রস্তুতি নেন ছাত্রদলের নেতাকর্মীরা। একটি পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে। এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপি ও ছাত্রদল নেতারা।

এখানে স্থায়ী কোনও মঞ্চ না থাকায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পরিস্থিতি কঠিন হয়ে পড়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের কয়েকজন নেতা মিলনায়তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে যান। কিন্তু তাতেও লাভ হয়নি।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রাখেন, ‘কার ইঙ্গিতে ছাত্রদলের আজকের সমাবেশ পণ্ড করতে চেয়েছিলেন? এই সমাবেশ কার ইঙ্গিতে বানচালের চেষ্টা করা হয়েছে?’

ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গতকাল (সোমবার) রাত থেকেই সমাবেশের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আজ সকাল ৯টায় সমাবেশ স্থলের এক কর্মকর্তা ফোন করে জানান, শাহবাগ থানার অনুমতি পেলে মিলনায়তনের গেট খোলা হবে। সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বৈরাচার মনোভাব দেখিয়ে আমাদের সমাবেশে বাধা দিচ্ছে।’