দোয়েল থেকে রূপসী বাংলা, খালেদার সঙ্গে নেতাকর্মীরা

হাইকোর্টের মূল ফটকের বাইরে বিএনপির নেতাকর্মীরা (ছবি-আদিত্য রিমন)বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকার দোয়েল চত্বর মোড় থেকে রূপসী বাংলা হোটেল পর্যন্ত এগিয়ে দিয়েছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১০ জানুয়ারি) পুরান ঢাকার বকশীবাজারে অস্থায়ী আদালতে হাজিরা দেন তিনি। এরপর দোয়েল চত্বরে পৌঁছালে তার গাড়িবহরের সঙ্গে যুক্ত হয় হাজারও নেতাকর্মীর মিছিল।

এ সময় হাইকোর্টের ভেতরে শতাধিক আইনজীবী ও নেতাকর্মীকে আটক থাকতে দেখা যায়। কিন্তু হাইকোর্টের সামনে পৌঁছানোর পর খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা নেতাকর্মীদের একটি দল মূল ফটকে দাঁড়িয়ে থাকা পুলিশের দিকে এগিয়ে যায়। তখন পুলিশ সরে গিয়ে তাদের জায়গা করে দেয়। এরপর ভেতরে আটকে থাকা আইনজীবী ও নেতাকর্মীরা মিছিল নিয়ে বেরিয়ে গাড়িবহরের সঙ্গে যোগ দেন।

খালেদা জিয়ার গাড়িবহরে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দেন (ছবি-আদিত্য রিমন)খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে ধীরে ধীরে রূপসী বাংলা হোটেল পর্যন্ত আসেন বিএনপির নেতাকর্মীরা। এখান থেকে গাড়িবহর দ্রুত চলে গেলে তারা ছাত্রভঙ্গ হয়ে রমনা পার্ক, শাহবাগ ও বাংলামোটরের দিকে চলে যান।

বিএনপি নেতাকর্মীদের সরব উপস্থিতি ও সড়কে দাঁড়িয়ে ছবি তোলায় তীব্র যানজট সৃষ্টি হয়। সেলফি ও ছবি তোলার পাশাপাশি তাদেরকে স্লোগান দিতেও দেখা যায়।