প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রচারণায় বাধা না দিলে সিইসিকে পদত্যাগ করতে হবে: মওদুদ



স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন ব্যারিস্টার মওদুদ আহমদজাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রীকে নির্বাচনি প্রচারণায় বাধা দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে নির্বাচনি প্রচারণায় বাধা না দিলে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) পদত্যাগ করতে হবে।’রবিবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি আহ্বান জানান।
একটি দৈনিক পত্রিকার বরাত দিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘৩০ জানুয়ারি সিলেটে হযরত শাহজালাল (র) মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় শহরগুলোয় যাবেন। নির্বাচন কমিশন কী করে? এগুলা দেখে না? পত্রিকা পড়ে না? জাতীয় নির্বাচনের তারিখ যেখানে এখনও ঘোষণা করা হয়নি, সেখানে কিভাবে নির্বাচনি প্রচারণায় যাওয়া যায়?’
সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপিকে ঘরবন্দি করে আপনারা নির্বাচনি প্রচারণায় যাচ্ছেন। আমাদেরও সুযোগ দিন। আমাদের হাত-পা বেঁধে প্রচারণা চালিয়ে যাবেন। নির্বাচন কমিশন কী করে? পক্ষপাতদুষ্ট এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে।’
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘যতই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করুন, একদিন আপনারা বাধ্য হবেন সব দাবি মেনে নিতে। বিএনপি যথাসময়ে কর্মসূচি দেবে। বিএনপি যখন মাঠে নামবে, তখন দেশে গণজোয়ার হবে। আন্দোলনের মাধ্যমে তাদের বাধ্য করা হবে।’
খালেদা জিয়াকে মামলা দিয়ে হয়রানি করে লাভ নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিচার বিভাগ এখন সরকারের কাছে। আমার ৫০ বছরের কর্মজীবনে কোনও দিন দেখিনি খালেদা জিয়ার জামিনের ক্ষেত্রে এরকম অবস্থা। খালেদা জিয়াকে প্রতিদিনের জন্য জামিন নিতে হয়। আমরা প্রত্যেকদিন আবেদন করি জামিনের জন্য। এ রকম করার কারণ খালেদা জিয়ার জনপ্রিয়তা। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনি। আমাদের অবস্থা এমন জায়গায় নিয়ে গেছে, যা কল্পনার বাইরে। গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা করে আমাদের দুর্বল বানাতে চায় এই সরকার। কারণ তারা জানে, বিএনপি যদি নির্বাচনের মাঠে নামে দেশের রাজনৈতিক অবস্থা পাল্টে যাবে।’