‘একাদশ সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে’

 

জাসস আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশাররফ হোসেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াসহ বিএনপিকে বাইরে রাখার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আমাদের নেত্রীকে সপ্তাহে তিন দিন কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করতে হচ্ছে। নেতারা বিভিন্ন মামলায় জর্জরিত। আবারও ২০১৪ সালের মতো একটি নাটক করার জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে।’ রবিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জিয়াউর রহমানের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসস) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জিয়াউর রহমান দেশের সব সংবাদপত্রকে স্বাধীনতা দিয়ে গেছেন। আওয়ামী লীগসহ সব দলকে জীবন দান করেছেন। আমাদের জাতিসত্তা নিয়ে যে বিভ্রাট ছিল, আজীবনের জন্য তিনি এর সমাধান করে গেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে গেছেন।’ তিনি আরও বলেন, ‘আজকে জিয়াউর রহমান ও তার পরিবারকে সরকার ভয় পায়। কেন ভয় পায়? যেসব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছিল, সেসব ক্ষেত্রে জিয়াউর রহমান ও বিএনপি সফল হয়েছিল। এই জন্য  বিএনপিকে ভয় পায় আওয়ামী লীগ।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘দেশের স্বাধীনতা, সর্বভৌমত্ব রক্ষা, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আগামী সংসদ নির্বাচন আমরা এমন একটি পরিবেশের মধ্যে করবো, যেখানে নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার থাকবে। কিন্তু তারা এই সরকার ইচ্ছে করে দেবে না। আমাদের বিশ্বাস, আমরা বিএনপির নেতৃত্বে  নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার আদায় করবো। সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।’

জাসাস-এর সভাপতি ড. মামুন খানের সভাপতিত্বে ও সংস্থাটির সাধারণ সম্পাদক হেলাল খানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, গাজী মাজহারুল আনোয়ার, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।