খালেদা জিয়ার দেখা পেলেন না ১৩ আইনজীবী

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়া আইনজীবীরাবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেখা পেলেন না যুবদলের ১৩ আইনজীবী। বুধবার দুপুরে ফল নিয়ে তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তবে কর্তৃপক্ষের অনুমতি না থাকায় কারাগারের মূল ফটক থেকেই তারা ফিরে যান।

খালেদা জিয়াকে দেখতে যাওয়া আইনজীবীরা হলেন, অ্যাডভোকেট দেওয়ান মাহফুজুর রহমান ফারহাদ, আবু সেলিম চৌধুরী, তাহেরুল ইসলাম তৌহিদ, ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, মাহতাব আলম, নুরুজ্জামান, মহিউদ্দিন চৌধুরী, মনিরুজ্জামান মিঠু, রকিবুল ইসলাম, নজরুল ইসলাম, মোশাররফ হোসেন রুবেল, ইঞ্জামুল হক সুমন ও নুরুল ইসলাম।

পরে অ্যাডভোকেট নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘নেত্রীর সঙ্গে দেখা করার অনুমতি না থাকায় আমাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে ফলগুলো ভেতরে পাঠানোর আবেদন করেছিলাম। কিন্তু কারা কর্তৃপক্ষ সে অনুমতিও দেয়নি।’

পুরনো কারাগারের প্রধান ফটক ও চারপাশে কঠোর নিরাপত্তা রয়েছে। নাজিমুদ্দিন রোডে প্রবেশ মুখে পুলিশ রয়েছে। স্থানীয় বাসিন্দা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি এ সড়কে বাইরের যান চলাচলে নিষেধাজ্ঞাও আছে।