সোমবার সারাদেশে বিক্ষোভ করবে বিএনপি

সংবাদ সম্মেলনে রিজভীবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে কালো পতাকা কর্মসূচি পালনে বাধা দেওয়ার প্রতিবাদে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপি ঢাকা মহানগরের সব থানা এবং দেশের সব জেলা ও মহানগরে প্রতিবাদ মিছিল করবে দলটি।

শনিবার বিকালে বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘বর্তমান সরকার পুলিশের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে। পুলিশকে যে পরিমাণে ক্ষমতা দেওয়া হয়েছে তাতে মনে হচ্ছে পুলিশের হাতেই এখন গণতন্ত্রের মৃত্যু পরোয়ানা।’

রিজভী বলেন, ‘দেশ এমন এক অবস্থায় রয়েছে, যাতে মনে হচ্ছে কারও  মৃত্যুর পর জানাজা, কুলখানি ও রূহের মাগফেরাত কামনা করতে গেলেও পুলিশের অনুমতি নেওয়া লাগবে।’

বিএনপি’র এই নেতা বলেন,  বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। বিরোধী দলের প্রতিবাদ ও সমালোচনা দমন করতে সরকার পুলিশকে লেলিয়ে দিয়েছে। আজকে ফুটপাতে দাঁড়িয়ে শান্তিপূর্ণ কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করতে গেলে দলের নেতাকর্মীদের পাইকারি হারে পেটাতে পেটাতে গাড়িতে তোলা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।