খালেদা জিয়ার জন্য জেল গেটে দোয়া

খালেদা জিয়াকারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের জেল গেটে বিভিন্ন মাদ্রাসার এতিম ও হাফেজরা দোয়া করতে এসেছেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোসাইল চরখলিল হাসান আকন্দ বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসাসহ আশেপাশের কয়েকটি এতিমখানার বেশ কয়েকজন শিক্ষার্থী কারাফটকে খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করেন।

এসময় এতিম ও হাফেজদের সঙ্গে ছিলেন দোহার উপজেলার ভাইস চেয়ারম্যান শামীমা রাহীম। তিনি জানান, তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েও পাননি। মোনাজাতে তারা খালেদা জিয়ার মুক্তি ও শরীরের সুস্থতার জন্য দোয়া করেন।

এদিকে, সকাল ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায় দাসের নেতৃত্বে বরিশাল থেকে হিন্দু সম্প্রদায়ের বেশ কয়েকজন নেতা খালেদা জিয়াকে দেখার জন্য আসেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত। অন্যান্যদের মধ্যে ছিলেন প্রান্তিক জনশক্তি, সুজন শীল, গোপেন মল্লিক, রঞ্জিত ভক্ত প্রমুখ। অনুমতি না থাকায় তাদের কাউকেই কারাগারে ঢুকতে দেওয়া হয়নি।