কোটা বাতিলের ঘোষণা সরকারের পরাজয়: মওদুদ

 

ব্যারিস্টার মওদুদ আহমদ (ফাইল ছবি: সংগৃহীত) সরকারি চাকরিতে কোটা বাতিলে প্রধানমন্ত্রীর ঘোষণাকে সরকারের পরাজয় হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘কোটা পদ্ধতি বাতিল ঘোষণার মাধ্যমে সরকারের পরাজয় হয়েছে। গণমাধ্যমে দেখলাম, সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনও কোটা ব্যবস্থা থাকবে না। কোটা সংস্কারের দাবিতে এই আন্দোলন যদি চলতে থাকে, তাহলে তাদের পক্ষে ক্ষমতায় থাকাটা কঠিন হবে। বিষয়টি বুঝতে পেরেই এ সিদ্ধান্ত নিয়েছেন।’ বুধবার (১১ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 ‘নির্বাচনে সেনা মোতায়েন: নির্বাচন কমিশনারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ লেবার পার্টি।

মওদুদ আহমদ বলেন, ‘এভাবেই আগামীতে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে হবে। গণআন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। নির্দলীয় সরকারের ব্যবস্থা কায়েম করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তন ঘটাতে হবে।’ 

কোটা সংস্কারের আন্দোলন সরকারের বিরুদ্ধে সারাদেশে মানুষ ও ছাত্রসমাজের পুঞ্জিভূত ক্ষোভের প্রতিফলন বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘আন্দোলনকারীরা দেখছে দেশ কীভাবে চলছে, দেশে কী ধরনের গণতন্ত্র আছে। এ আন্দোলনের গভীর তাৎপর্য আছে।’

আয়োজক সংগঠনের ঢাকা মহানগর সভাপতি এসএম ইউসুফের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।