রাতে বিএনপি জোটের বৈঠক

২০ দলীয় জোট২০ দলীয় জোটের বৈঠক ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) রাত ৮টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হবে। বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট সমন্বয়ক নজরুল ইসলাম খানসহ স্থায়ী কমিটির একাধিক সদস্য উপস্থিত থাকবেন।
বিএনপির নেতৃত্বাধীন জোটের সূত্রগুলো জানায়, বৈঠকে আলোচনার কেন্দ্রে থাকবে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। বিশেষ করে গাজীপুরে জামায়াতের প্রার্থী প্রত্যাহার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পর্কে আলোচনা হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, এরই মধ্যে বিএনপির দু’টি নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। এই দুই কমিটির মধ্যে গাজীপুর সিটির নির্বাচনের জন্য গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, খুলনার কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়।
আজ বৃহস্পতিবার রাতের বৈঠকে জোটের কমিটি করা হতে পারে এবং দায়িত্ব বণ্টন করে দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন একাধিক শরিক দলের নেতারা।