‘তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য ধোঁকাবাজি’

আলোচনা সভায় আমীল খসরু

তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার কারামুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দল কেন্দ্রীয় কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

‘তারেক রহমানকে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হবে’, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘তারেক রহমান যে দেশে আছেন সেটি একটি গণতান্ত্রিক ও সভ্য দেশ। সে দেশের মানুষ মানবাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তারা এও বিশ্বাস করে, স্বৈরতান্ত্রিক দেশগুলোতে রাজনৈতিক নেতারা যখন নিষ্পেষিত হয়, তখন তাদের আশ্রয়স্থল হচ্ছে যুক্তরাজ্যের মতো দেশ। সেই পরিপ্রেক্ষিতে তারেক রহমান যুক্তরাজ্যে আছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য ধোঁকাবাজি।’

 

আরও পড়ুন:

এমপি-মন্ত্রীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে নামার সুযোগ দিতে চায় ইসি: আমীর খসরু