প্রধানমন্ত্রী শান্তিনিকেতনে আনন্দ ভ্রমণ করছেন: রিজভী

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিনিকেতনে আনন্দ ভ্রমণ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফরে কোনও ধরনের এজেন্ডা নেই। সেখানে গিয়ে তিনি খোশগল্প ও রমজান মাসে সংগীত উপভোগ করছেন।’

শনিবার (২৬ মে) বেলা সাড়ে ১১ টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  

রিজভী বলেন, ‘বুঝতাম যদি তিনি তিস্তার এক বালতি নয়, এক বাটি পানিও আনতে পেরেছেন। কিন্তু ওই দেশের প্রতি প্রধানমন্ত্রীর এতই অনুরাগ তাদেরকে তিনি সবই দিয়ে যাবেন। কোন কৃতজ্ঞতার কারণে তা দিয়ে যাবেন জনগণ জানে। কিন্তু তাদের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারবেন না প্রধানমন্ত্রী।’ 

মাদকবিরোধী অভিযান নিয়ে তিনি বলেন, ‘গতরাতেও ৫ জেলায় ৭ জনকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে। এখন ক্রমান্বয়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং নতুন করে টার্গেট করা হচ্ছে। অনেক পরিবারের অভিযোগ পুলিশের দাবিকৃত টাকা দিতে না পারায় রাতে নিরীহ লোকদের হত্যা করা হচ্ছে। ঈদ মৌসুমে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে এধরনের রমরমা বাণিজ্য করার সুযোগ করে দেয়।’

বিএনপির সাবেক এই ছাত্র নেতা বলেন, ‘মাদকের গডফাদাররা আওয়ামী লীগেরই লোক বলেই তারা ধরাছোঁয়ার বাইরে। গত সাড়ে ৯ বছরে হাজার হাজার কোটি টাকার ব্যবসার নেপথ্যের কারিগররা বিদেশে আয়েশি জীবন-যাপন করছে। অথবা ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা হয়ে দেশেই বসবাস করছে। আওয়ামী লীগ নেতা মাদক সম্রাট বদিসহ শত শত বড় বড় নেতাকর্মীদের নাম গণমাধ্যমে প্রচার হলেও এখনও পর্যন্ত তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়নি। দেশে মাদক বিস্তারের জন্য দায়ী আওয়ামী লীগ। তাদের আমলেই সব সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে মাদকের চালান ঢুকছে অত্যন্ত নিরাপদে।’